মঙ্গলবার, মার্চ ২০, ২০১২

আমাদের দেশ....আমাদের সত্ত্বা.....(২)

স্বাধীনতার এই মাসে....আরো এক বিজয়ের উল্লাস...... 



ক্রিকেটের অন্ধ ভক্ত না নই তবে হ্যাঁ, দেশের খেলা বাদ দিতে পারিনা৷ কখনো কখনো দুর্দান্ত রকমের খারাপ খেললেও টিভির পর্দা থেকে বিরক্তি নিয়ে মুখ ফিরিয়েও যাইনা৷ শ্রীলংকার গত কয়েকদিনের পার্ফরমেন্স দেখে কিছুটা আন্দাজ করছিলাম আমাদের সুযোগ বুঝি আছে৷ ইন্ডিয়া জিতে যাওয়াতে যদিও অনেক ভয় পেয়েছিলাম৷ তবে এখনতো....৷ 

যখন জিতে গেলাম....প্রথমেই যে কথাটি মনে হলো...এটা আমাদের মহান স্বাধীনতার মাস। অনেক আবেগের, বহু ত্যাগের বিনিময়ে পাওয়া৷ আর এই মাসেই কি না আবারো এক পদকের জন্যে মুখোমুখি হতে যাচ্ছি সেই পাকিস্তানের সাথেই! বংশানুক্রমে হিংসা পোষণ করে রাখার পক্ষপাত্বিত্ত করিনা তবে হ্যাঁ, তাই বলে অপমানও ভুলে যাবো এমনটা নই৷ বলবনা যে, কালের পর কাল ৭১' সেই জ্বালার শোধ তুলতেই থাকবো৷ ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি৷ কিন্তু আত্মসম্মানবোধ বিকিয়ে দিয়ে ভ্রাতৃবোধ পালন করার কোন ইচ্ছে নেই। 
আজ বাড়ির পাশের রাস্তায় যখন উল্লাসের ধ্বনি কানে এলো, মনে হলো এই স্বাধীনতা মাসটি আমাদের কাছে যেন আরো উজ্জ্বলভাবে স্মরণীয় হয়ে থাকার জন্য তাগিদ দিচ্ছে৷ সেই যে খেলছি ১৯৮৬ থেকে, বিজয়ের স্বাদ কোনভাবেই নিতে পারছিলামনা৷ কাজেই আজ যা হলো, এটাকে কি কোইনসিডেন্স বলব না কি বলব, জানি না৷ মুখোমুখি হচ্ছি সেই পাকিস্তানের সাথেই৷ 

আর তাই আজ আমি, বাতাসে স্পষ্টভাবে এই স্বাধীনতার মাসে আরো এক বিজয়ের উল্লাসের ধ্বনি শুনতে পাচ্ছি৷ আর আমার বিশ্বাস.....না আমরা নিরাশ হবো আর না বিধাতা আমাদের নিরাশ করবে৷

জয় বাংলা....
বাংলাদেশ জিন্দাবাদ৷



সংক্ষিপ্ত স্কোর: 
শ্রীলঙ্কা: ৪৯.৫ ওভারে ২৩২ (জয়াবর্ধনে ৫, দিলশান ১৯, সাঙ্গাকারা ৬, কাপুগেদারা ৬২, থিরিমান্নে ৪৮, থারাঙ্গা ৪৮, মাহারুফ ৩, কুলাসেকারা ১, সেনায়েকে ১৯*, মালিঙ্গা ১০, লাকমল ০; নাজমুল ৩/৩২, রাজ্জাক ২/৪৪, সাকিব ২/৫৬, মাশরাফি ১/৩০)  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন