শনিবার, মার্চ ১০, ২০১২

এলোমেলো ভাবনাগুলি......৯


পিশাচ আমি

পিশাচ আমি। আমি মাতালের মত ঢুলছি, চোখ লাল, কথা জড়ানো। নাহ! কোন তরল নিংড়ে এই রুপ নেই নি।
আমি ঘৃণা করি...
প্রসাধন,
আবরণ,
মিথ্যেবাদীর মুখোশ।
আমার প্রলেপহীন পিশাচের রূপ।
পৃথিবী নিরপরাধ, কোথায় দাগ আছে দেখাও!!
আমার জন্ম নেয়াটা পাপ, আমার রূপ কুৎসিত, কলংকিত আমার কর্ম।
পলাতক পাপী আমি খুঁজে বেড়াই...
আমার গায়ে সাপের মত পেচিয়ে থাকা কদর্যতা, লেগে থাকা দূর্গন্ধ ঢাকার জায়গা।
বেচারা পৃথিবী....তার রাতের অন্ধকারের চাদর দিয়ে আঁড়াল করার বৃথা চেষ্টা করে।
আর আমি হাসি...
আমার পিশাচ আত্মা, ফায়দা লুটে।
তান্ডব করে জন্ম দেয়, কানফাটা চিৎকার, বিদীর্ণ আর্তনাদ।
শুধুই আর্তনাদ!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন